এই বছর ২০২৩ কবে কখন অনুষ্ঠিত হতে যাচ্ছে কালীপূজো, ভাইফোঁটা,ভুত চতুর্দশী আর ধনতেরাস
চলুন জেনে নিই এই বছর উক্ত অনুষ্ঠানের সময় সূচি সমূহ উৎসব যেন শেষ হয়েও হয়না শেষ লক্ষ্মী পূজার পর ১০ই নভেম্বর ধনতেরাস বা ধনত্রয়োদশী পড়েছে এবছর। কালী পূজার আগে কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে তিথিতে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিনে কেউ যদি স্বর্ণ কিংবা এই জাতীয় কিছু ক্রয় করে তাহলে দেবীর বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হন।
আর ভূত চতুর্দশী পড়ছে এ বছর ১১ই নভেম্বর এই দিন ১৪ প্রদীপ জ্বালানো হয়ে থাকে এবং চৌদ্দ শাক খাওয়ার বিধান আছে। প্রচলিত আছে যে এই মুহূর্তে চৌদ্দ পুরুষেরা আমাদের এই লোকে ফিরে আসে এবং আমরা তাদেরকে উদ্দেশ্য করে চৌদ্দ প্রদীপ নিবেদন করি যাতে তারা স্বর্গের দ্বারে প্রবেশ করতে পারে।
২০২৩ সালে ১২ ই নভেম্বর বাংলা ২৫শে কার্তিক রবিবার দীপান্বিতা কালী পূজা বা দীপাবলি অমাবস্যার অন্ধকার দূর করতে এই দিনের বাঙালির ঘরে ঘরে আলোকসজ্জা আর নানা আয়োজনে আলোর ছটায় ভরিয়ে দেওয়া হয়।
এবছর ভাইফোঁটা অর্থাৎ ভাতৃ দ্বিতীয়া পড়ছে ১৪ই নভেম্বর মঙ্গলবার বোনেরা এই দিনে ভারতের মঙ্গল কামনায় জমির দরে কাটা বিছিয়ে দেয় এবং ভাইদের কপালে একটি বিশেষ মঙ্গল টিকা পরিয়ে দেয়।