মহালয়া তারিখ – ২৫ সেপ্টেম্বর রবিবার, বাংলা ৮ ই আশ্বিন। সময় – ২ টা ৫৫ মিনিট ৫৬ সেকেন্ড থেকে পরের দিন রাত্রি ৩ টা ২৪ মিনিট ৩৪ সেকেন্ড পর্যন্তর্য অমাবস্যা থাকবে। এই সময়কালেই মহালয়ার তর্পণর্প অনুষ্ঠিত হবে। ⇒ মহাপঞ্চমী শুক্রবার ৩০ সেপ্টেম্বর ২০২২, বাংলা ১৩ ই আশ্বিন। ⇒ মহাষষ্ঠী তারিখ – শনিবার ১ অক্টোবর ২০২২, বাংলা ১৪ ই আশ্বিন। সময় – ৮ টা ৩৫ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত। ⇒ মহাসপ্তমী তারিখ – রবিবার ২ অক্টোবর, বাংলা ১৫ ই আশ্বিন। সময় – রাত্রি ৬ টা ২১ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত। ⇒ মহাঅষ্টমী তারিখ – সোমবার ৩ অক্টোবর ২০২২ , বাংলা ১৬ ই আশ্বিন। সময় – দিন ৩ টা ৫৯ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্তর্য । সন্ধিপূজাঃ দিন ৩ টা ৩৫ মিনিট ১৮ সেকেন্ড থেকে দিন ৪ টা ২৩ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্তর্য । ⇒ মহানবমী তারিখ – ৪ অক্টোবর ২০২২, বাংলা ১৭ ই আশ্বিন। সময় – দিন ৩ টা ৫৯ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্তর্য । ⇒ মহাদশমী তারিখ – বুধবার ৫ অক্টোবর, বাংলা ১৮ ই আশ্বিন। সময় – দিন ১১ টা ১০ মিনিট ৭ সেকেন্ড পর্যন্তর্য ।
পূজোর খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পূজোর খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

এই বছর ২০২৩ কবে কখন অনুষ্ঠিত হতে যাচ্ছে কালীপূজো, ভাইফোঁটা,ভুত চতুর্দশী আর ধনতেরাস

 এই বছর ২০২৩ কবে কখন অনুষ্ঠিত হতে যাচ্ছে কালীপূজো, ভাইফোঁটা,ভুত চতুর্দশী আর ধনতেরাস

চলুন জেনে নিই এই বছর উক্ত অনুষ্ঠানের সময় সূচি সমূহ উৎসব যেন শেষ হয়েও হয়না শেষ লক্ষ্মী পূজার পর ১০ই নভেম্বর ধনতেরাস বা ধনত্রয়োদশী পড়েছে এবছর। কালী পূজার আগে কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে তিথিতে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিনে কেউ যদি স্বর্ণ কিংবা এই জাতীয় কিছু ক্রয় করে তাহলে দেবীর বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হন।

আর ভূত চতুর্দশী পড়ছে এ বছর ১১ই নভেম্বর এই দিন ১৪ প্রদীপ জ্বালানো হয়ে থাকে এবং চৌদ্দ শাক খাওয়ার বিধান আছে। প্রচলিত আছে যে এই মুহূর্তে চৌদ্দ পুরুষেরা আমাদের এই লোকে ফিরে আসে এবং আমরা তাদেরকে উদ্দেশ্য করে চৌদ্দ প্রদীপ নিবেদন করি যাতে তারা স্বর্গের দ্বারে প্রবেশ করতে পারে।

২০২৩ সালে ১২ ই নভেম্বর বাংলা ২৫শে কার্তিক রবিবার দীপান্বিতা কালী পূজা বা দীপাবলি অমাবস্যার অন্ধকার দূর করতে এই দিনের বাঙালির ঘরে ঘরে আলোকসজ্জা আর নানা আয়োজনে আলোর ছটায় ভরিয়ে দেওয়া হয়।

এবছর ভাইফোঁটা অর্থাৎ ভাতৃ দ্বিতীয়া পড়ছে ১৪ই নভেম্বর মঙ্গলবার বোনেরা এই দিনে ভারতের মঙ্গল কামনায় জমির দরে কাটা বিছিয়ে দেয় এবং ভাইদের কপালে একটি বিশেষ মঙ্গল টিকা পরিয়ে দেয়।



সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

'ZEE বাংলা'-র বিশেষ নিবেদন

দেবী আসছেন ঠিক মাতৃপক্ষের সূচনা লগ্নে মহালয়ার ভোর সবার অপেক্ষা বছর জুড়ে ঘড়ির কাটা ঠিক ভোর ৫টা চোখ রাখা টিভির পর্দায় শুরু হয়ে যায় মহালয়ার পুণ্যতিথিতে আবির্ভূতা হবেন দেবী সিংহবাহিনী ত্রিনয়নী।  দেবীর নানা রূপের নানান কাহিনী নিয়ে আসছে সিংহবাহিনী ত্রিনয়নী। ২৫শে সেপ্টেম্বর মহালয়ায় ভোর ৫:০০টায় দেখুন, 'ZEE বাংলা'-র বিশেষ নিবেদন - "সিংহবাহিনী ত্রিনয়নী"।



বুধবার, ৩১ আগস্ট, ২০২২

পূজোর খবর

 

বাঙালীদের সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব শারদীয় দূর্গা পূজা এই উৎসব শুধু ভারত বর্ষে নয় পৃথিবীর বিভিন্ন দেশে এখন উদযাপন করা হয়।নিউইয়র্কের দূর্গা পূজা কলকাতার মতো বেশ  অয়োজন করে করা হয়  এখানে মহালয়া থেকে দশমী পযন্ত  এই দশ দিন নানা প্রথা ও আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন করা হয়। এখানে প্রায় ১৯৭০ সাল থেকে থেকে শুরু হয়ে ছিল যা ৫০টি  রাজ্যে শারদীয় দূর্গা পজো উদযাপন করা হয়।আমেরিকার ইতিহাসে এই বার প্রথম উন্মুক্ত স্থান ডাইভারসিটি প্লাজা দুর্গা পুজা , জ্যাকসন হাইটস , নিউইয়র্ক , আমেরিকায় বেঙ্গলী ক্লাব , ইউ এস এ এর আয়োজন করা হয়। সেই আয়োজন উপলক্ষে  “ মিট দা প্রেস “ নামে সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয় ।এই আয়োজেন মূল বিষয় ছিল ইউনেস্কোর তালিকায় স্থান পেল বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজো। ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে দুর্গাপুজোকে। ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল,বলিভিয়ার মতো বিশ্বের মাত্র ৬ দেশের উৎসব এখনও পর্যন্ত -UNESCO র স্বীকৃতি পেয়েছে।আগামী ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর এই বছরও  বেঙ্গলি ক্লাব ইউএসএ'র আয়োজনে বাঙালির  সবচেয়ে বড় এ উৎসবে যুক্ত হয়েছেন বিভিন্ন ধর্মের মানুষ।বুধবার (৩১ আগস্ট) এ উপলক্ষে আয়োজিত 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে আয়োজকরা জানান, পাঁচদিনব্যাপী শারদীয় উৎসবের আয়োজন করতে যাচ্ছেন তারা। এবার দুর্গাপুজার এই আয়োজন সফল করতে সর্বাত্মক এগিয়ে এসেছেন বিভিন্ন ধর্মাম্বলী মানুষ। ১ অক্টোবর উৎসবের প্রথমদিন ষষ্ঠীতে পুজোর উদ্বোধন করবেন বিশ্ব বাঙালি ব্যক্তিত্ব, সমাজসেবক ধনকুবের ব্যবসায়ী ডা. কালী প্রদীপ চৌধুরী।পুজার অন্যান্য দিনগুলোতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মার্কিন কংগ্রেসওমেন গ্রেস মেং, নিউইয়র্ক স্টেট সিনেটর জেসিকা রেমোস, এসেম্বলিওমেন ক্যাটালিনা ক্রুজ, এসেম্বলিওমেন জেনিফার রাজকুমার, জ্যাকসন হাইটসের কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান-সহ জ্যাকসন হাইটসের ব্যবসায়ীরা। ডাইভারসিটি প্লাজা দুর্গাপুজার আহ্বায়ক দীনেশ চন্দ্র মজুমদার বলেন,

বাঙালির দুর্গাপুজা এখন ইউনেস্কো ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির অংশ। এটি আমাদের অহংকারের, গর্বের। এই উপলক্ষে প্রথমবারের মতো আমরা জাতি, সম্প্রদায়, দল-মত নির্বিশেষে সার্বজনীন ভাবে উন্মুক্ত প্রাঙ্গণে শারদীয় উৎসব পালনের উদ্যোগ নিয়েছি।পুজা কমিটির যুগ্ম আহ্বায়ক সনজিত কুমার ঘোষ বলেন, নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে উন্মুক্ত সড়কে প্রথমবারের মতো দুর্গাপুজার আয়োজন হচ্ছে। এতে করে সর্বস্তরের মানুষের পুজো দেখার সুযোগ মিলবে।প্রধান সমন্বয়কারী গোপাল স্যানাল বলেন, করোনা মহামারির আগে আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষেরা রমজান মাসে জ্যাকসন হাইটসে ইফতার আয়োজন করেছিলাম। এবার মুসলমান-সহ বিভিন্ন ধর্মাম্বলীরা যেভাবে পুজো আয়োজনে এগিয়ে এসেছেন তাতে এটি সার্বজনীন শারদীয় উৎসবে পরিণত হচ্ছে। এখানে দুই বাংলার বাঙালিরা থাকবেন।প্রচার প্রকাশনা ও মিডিয়া কমিটির প্রধান সাংবাদিক মো. আবদুল হামিদ বলেন, বিশ্বের বাণিজ্যিক রাজধানী নিউইয়র্ক সম্প্রীতির শহর। এ শহরে এমনও স্থান রয়েছে যেখানে মসজিদ-মন্দির পাশাপাশি অবস্থিত। তিনি বলেন, বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আমরা প্রথমবারের শুধু পুজাই করছি না, এটিকে প্রকৃত অর্থে সার্বজনীন উৎসবে রূপ দিচ্ছি।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সঙ্গীত শিল্পী মনিকা রায়, জ্যাকসন হাইটস ডাইভারসিটি প্লাজা দুর্গাপুজা পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে পুজা পরিচালনা বিষয়ক সম্পাদক সনাতন শীল ও সুরুজ শীল, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা সম্পাদক ছাদেক শিবলী।সংবাদ সম্মেলনে জানানো হয়, দুর্গাপুজা উপলক্ষে একটি বিশেষ প্রকাশনা "শারদ সম্প্রীতি" বের হবে। এর সম্পাদক মনোনীত হয়েছেন সাংবাদিক হাসানুজ্জামান সাকী।প্রসঙ্গত, ২০২১ সালে বিশ্বের কয়েকটি দেশের সংস্কৃতি ইউনেস্কো ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসাবে স্বীকৃতি পেয়েছে। বাঙালির দুর্গাপুজা তার মধ্যে একটি।

সোমবার, ২৯ আগস্ট, ২০২২

পূজোর খবর

পূজোর খবর

একটি বছরের অপেক্ষার পালা শেষ হচ্ছে আর সেজে উঠছে পাড়ার আর ক্লাবের প্যান্ডেল গুলো  নজর কারা আলোক সজ্বা আর মতো মাথানো থিম নিয়ে হাজির হচ্ছে সবাই। উৎসব আমার উৎসব আপনার উৎসব আমাদের সকলের দক্ষিণ পাড়া দূর্গোৎসব কমিটির এবারের শারদৎসবে তাদের এবারের ব্র্যান্ড  অ্যাম্বাসেডর জনপ্রিয় অভিনেত্রী মানসী ঘোষ ।তাই সকলকে আমন্ত্রন জানাই পূজা মন্ডপের কমিটির পক্ষ থেকে আপনারা সবান্ধবে উপস্থিত হয়ে সাফল্যমন্ডিত করে তুলুন তাদের এই আয়োজন।

সৃজনে : পাপাই সাঁতরা

প্রতিমা : দীপঙ্কর পাল

আবহ  : সৈকত দেব

আলোক নির্দেশনায় : কুণাল পাঠক


শনিবার, ২৭ আগস্ট, ২০২২

পূজোর খবর

পূজো প্রস্তুতি

এবার মধ্য কলকাতার অন্যতম  একটি সেরা পূজো সন্তোষ মিত্র স্কয়ারের পূজো তে এবার ব্যতিক্রম থাকছেই এই বছরের বিশেষ চমক হিসেবে থাকছে লাল কেল্ল আদলে তৈরি মন্ডপ তাই জোর কদমে চলছে মন্ডপ তৈরির প্রস্তুতি  পূজো উদ্যোগক্তদের দাবি এবারও তারা সেরা স্থান হিসেবে দক্ষল করে নিবে এখন শুধু দেখার পালা আর  কি কি চমক থাকছে।