পূজো প্রস্তুতি
এবার মধ্য কলকাতার অন্যতম একটি সেরা পূজো সন্তোষ মিত্র স্কয়ারের পূজো তে এবার ব্যতিক্রম থাকছেই এই বছরের বিশেষ চমক হিসেবে থাকছে লাল কেল্ল আদলে তৈরি মন্ডপ তাই জোর কদমে চলছে মন্ডপ তৈরির প্রস্তুতি পূজো উদ্যোগক্তদের দাবি এবারও তারা সেরা স্থান হিসেবে দক্ষল করে নিবে এখন শুধু দেখার পালা আর কি কি চমক থাকছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন