মহালয়া তারিখ – ২৫ সেপ্টেম্বর রবিবার, বাংলা ৮ ই আশ্বিন। সময় – ২ টা ৫৫ মিনিট ৫৬ সেকেন্ড থেকে পরের দিন রাত্রি ৩ টা ২৪ মিনিট ৩৪ সেকেন্ড পর্যন্তর্য অমাবস্যা থাকবে। এই সময়কালেই মহালয়ার তর্পণর্প অনুষ্ঠিত হবে। ⇒ মহাপঞ্চমী শুক্রবার ৩০ সেপ্টেম্বর ২০২২, বাংলা ১৩ ই আশ্বিন। ⇒ মহাষষ্ঠী তারিখ – শনিবার ১ অক্টোবর ২০২২, বাংলা ১৪ ই আশ্বিন। সময় – ৮ টা ৩৫ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত। ⇒ মহাসপ্তমী তারিখ – রবিবার ২ অক্টোবর, বাংলা ১৫ ই আশ্বিন। সময় – রাত্রি ৬ টা ২১ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত। ⇒ মহাঅষ্টমী তারিখ – সোমবার ৩ অক্টোবর ২০২২ , বাংলা ১৬ ই আশ্বিন। সময় – দিন ৩ টা ৫৯ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্তর্য । সন্ধিপূজাঃ দিন ৩ টা ৩৫ মিনিট ১৮ সেকেন্ড থেকে দিন ৪ টা ২৩ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্তর্য । ⇒ মহানবমী তারিখ – ৪ অক্টোবর ২০২২, বাংলা ১৭ ই আশ্বিন। সময় – দিন ৩ টা ৫৯ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্তর্য । ⇒ মহাদশমী তারিখ – বুধবার ৫ অক্টোবর, বাংলা ১৮ ই আশ্বিন। সময় – দিন ১১ টা ১০ মিনিট ৭ সেকেন্ড পর্যন্তর্য ।

সোমবার, ২৯ আগস্ট, ২০২২

পূজোর খবর

পূজোর খবর

একটি বছরের অপেক্ষার পালা শেষ হচ্ছে আর সেজে উঠছে পাড়ার আর ক্লাবের প্যান্ডেল গুলো  নজর কারা আলোক সজ্বা আর মতো মাথানো থিম নিয়ে হাজির হচ্ছে সবাই। উৎসব আমার উৎসব আপনার উৎসব আমাদের সকলের দক্ষিণ পাড়া দূর্গোৎসব কমিটির এবারের শারদৎসবে তাদের এবারের ব্র্যান্ড  অ্যাম্বাসেডর জনপ্রিয় অভিনেত্রী মানসী ঘোষ ।তাই সকলকে আমন্ত্রন জানাই পূজা মন্ডপের কমিটির পক্ষ থেকে আপনারা সবান্ধবে উপস্থিত হয়ে সাফল্যমন্ডিত করে তুলুন তাদের এই আয়োজন।

সৃজনে : পাপাই সাঁতরা

প্রতিমা : দীপঙ্কর পাল

আবহ  : সৈকত দেব

আলোক নির্দেশনায় : কুণাল পাঠক


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন