মহালয়া তারিখ – ২৫ সেপ্টেম্বর রবিবার, বাংলা ৮ ই আশ্বিন। সময় – ২ টা ৫৫ মিনিট ৫৬ সেকেন্ড থেকে পরের দিন রাত্রি ৩ টা ২৪ মিনিট ৩৪ সেকেন্ড পর্যন্তর্য অমাবস্যা থাকবে। এই সময়কালেই মহালয়ার তর্পণর্প অনুষ্ঠিত হবে। ⇒ মহাপঞ্চমী শুক্রবার ৩০ সেপ্টেম্বর ২০২২, বাংলা ১৩ ই আশ্বিন। ⇒ মহাষষ্ঠী তারিখ – শনিবার ১ অক্টোবর ২০২২, বাংলা ১৪ ই আশ্বিন। সময় – ৮ টা ৩৫ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত। ⇒ মহাসপ্তমী তারিখ – রবিবার ২ অক্টোবর, বাংলা ১৫ ই আশ্বিন। সময় – রাত্রি ৬ টা ২১ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত। ⇒ মহাঅষ্টমী তারিখ – সোমবার ৩ অক্টোবর ২০২২ , বাংলা ১৬ ই আশ্বিন। সময় – দিন ৩ টা ৫৯ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্তর্য । সন্ধিপূজাঃ দিন ৩ টা ৩৫ মিনিট ১৮ সেকেন্ড থেকে দিন ৪ টা ২৩ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্তর্য । ⇒ মহানবমী তারিখ – ৪ অক্টোবর ২০২২, বাংলা ১৭ ই আশ্বিন। সময় – দিন ৩ টা ৫৯ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্তর্য । ⇒ মহাদশমী তারিখ – বুধবার ৫ অক্টোবর, বাংলা ১৮ ই আশ্বিন। সময় – দিন ১১ টা ১০ মিনিট ৭ সেকেন্ড পর্যন্তর্য ।

শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

'ZEE বাংলা'-র বিশেষ নিবেদন

দেবী আসছেন ঠিক মাতৃপক্ষের সূচনা লগ্নে মহালয়ার ভোর সবার অপেক্ষা বছর জুড়ে ঘড়ির কাটা ঠিক ভোর ৫টা চোখ রাখা টিভির পর্দায় শুরু হয়ে যায় মহালয়ার পুণ্যতিথিতে আবির্ভূতা হবেন দেবী সিংহবাহিনী ত্রিনয়নী।  দেবীর নানা রূপের নানান কাহিনী নিয়ে আসছে সিংহবাহিনী ত্রিনয়নী। ২৫শে সেপ্টেম্বর মহালয়ায় ভোর ৫:০০টায় দেখুন, 'ZEE বাংলা'-র বিশেষ নিবেদন - "সিংহবাহিনী ত্রিনয়নী"।



বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

একডালিয়া এভারগ্রিন ২০২১

 একডালিয়া এভারগ্রিন ২০২১


দক্ষিণ কলকাতার  অন্যতম পুজো একডালিয়া এভারগ্রিন।সাবেকিয়ানার ছোঁয়া নিয়ে প্রতি বছরের মতো এবারও মাতৃপ্রতিমার ভূবনমোহিনী রূপ  তারা তুলে ধরেছে।দেবীর বোধন না হলেও ঢাকের বোলে মুখরিত একডালিয়া সনাতনী মৃণ্ময়ী রূপে মাতৃপ্রতিমা। সারা মণ্ডপ জুড়়ে অ্যালুমিনিয়াম ও স্টিলের কারুকার্যের মূর্তি। 


শ্রীভূমি স্পোর্টিং ক্লাব

 


শ্রীস্পোটিং ক্লাব ২০২২

এই বছরের আয়োজনে থাকছে রোমের ভ্যাটিকান সিটি সেন্ট পিটারের ব্যাসিলিকা গির্জা

এর আগের বছর ছিল বুর্জ খলিফা এবছরও পুজোপ্রেমীদের মন জয় করতে নতুন আকর্ষণ নিয়ে আসছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যা নজর কাটবে সবার দ্বিতীয় বৃহত্তম গির্জা এবার হাজির হবে পুজো প্যান্ডেলে।