একডালিয়া এভারগ্রিন ২০২১
দক্ষিণ কলকাতার অন্যতম পুজো একডালিয়া এভারগ্রিন।সাবেকিয়ানার ছোঁয়া নিয়ে প্রতি বছরের মতো এবারও মাতৃপ্রতিমার ভূবনমোহিনী রূপ তারা তুলে ধরেছে।দেবীর বোধন না হলেও ঢাকের বোলে মুখরিত একডালিয়া সনাতনী মৃণ্ময়ী রূপে মাতৃপ্রতিমা। সারা মণ্ডপ জুড়়ে অ্যালুমিনিয়াম ও স্টিলের কারুকার্যের মূর্তি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন