কবে হচ্ছে এবারের ২০২৩ দূর্গপূজা চলুন তবে দেখে নিই এবারে পূজার যাবতীয় সময় সূচি এই বছর পূজা হবে অক্টোবরের শেষের দিকে তাই হালকা শীতের আমেজ ও পাচ্ছেন এবারের পূজাতে ।মনে মনে তো বটেই পুজো উদ্যোক্তাদের কাছেও এই বছর বেশ অনেক আগে থেকে পূজো প্রস্তুতি শুরু হয়ে গেছে।
১৪৩০ বঙ্গাব্দে দুর্গাপুজো পড়েছে কার্তিকের শুরুতেই। তবে এবার দেবীপক্ষের শুরু হবে আশ্বিন মাসের শারদ প্রাতেই। ২৭ আশ্বিন মহালয়া ইংরাজী তারিখ অনুযায়ী ১৪ অক্টোবরে।
এবছর মহাষষ্ঠী পালিত হবে ২০ অক্টোবর শুক্রবার।মহাসপ্তমী পালিত হবে ২১ অক্টোবর শনিবার মহাঅষ্টমী ২২ অক্টোবর রবিবার।মহানবমী পালিত হবে ২৩ অক্টোবর সোমবার। বিজয়া দশমী পালিত হবে ২৪ অক্টোবর মঙ্গলবার।
এবছর দেবীর আগমন হবে ঘোটক অর্থাত্ ঘোড়ায়। শাস্ত্র অনুসারে এর ফল "ছত্র ভঙ্গ স্তুরঙ্গমে" অর্থাৎ সামাজিক, রাজনৈতিক ও সামরিক অস্থিরতা বৃদ্ধি পায় এই বার্তা পাওয়া যায় এর ফলে রাজায়-রাজায় বা রাষ্ট্রে-রাষ্ট্রে যুদ্ধ সূচিত হয় যার ফলে অনেক প্রাণ হানির আশংঙ্খা থাকে। সামাজিক ও রাজনৈতিকস্তরে ধ্বংস ও অস্থিরতা বৃদ্ধি পাবে।
দেবীর গমনও হবে ঘোটক বা ঘোড়াতেই। এই বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হওয়ায় তা অত্যন্ত অশুভ ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে।