বাঙ্গালীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা এই বছরও বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্কে জ্যাকসন হাইটস ডাইভারসিটি প্লাজা দুর্গাপুজা ২০২৩ উন্মুক্ত প্রাঙ্গনে দ্বিতীয় বারের মত আগামী ২০শে অক্টোবর থেকে ২৪শে অক্টোবর২০২৩ অনুষ্ঠিত হবে ।
২০শে অক্টোবর ২০২৩ পুজার উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন বাঙ্গালীর গৌরব ও বিশ্ববানিজ্য ব্যক্তিত্ব শ্রী কালী প্রদীপ চৌধুরী , প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নিউইয়র্কের মাননীয় মেয়র এরিক এ্যাডামস , সহ পৃষ্টপোষক হিসাবে থাকবেন কাউন্সিল ম্যান শ্রী শেখর কৃষ্ণান ও এসেম্বলী ম্যান স্টেফেন রাঘা । এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শ্রী দিলীপ চৌহান ,ডেপুটি কমিশনার , ট্রেড এন্ড ইনোভেশন নিউইয়র্ক সিটি মেয়র অফিস , কুইন্স ডিষ্ট্রিক্ট এ্যাটনী ম্যালিন্ডা কাটস , ক্যাটালিনা ক্রুজ , নির্বাচিত কংগ্রেস গ্রেস ম্যাং , সিনেটর জেসিকা রামোস ও জেনিফার রাজকুমার । সংগীতানুষ্ঠানে থাকবেন কোলকাতা ও বাংলাদেশের স্বনামধন্য শিল্পীবৃন্দ । এই মহা আয়োজনে আপনাদের স্বাগত ।