শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ২০২১
পৃথিবীর উচ্চতম নির্মাণ 'বুর্জ খলিফা' দেখতে আর দুবাই যাওয়ার দরকার নেই। খাস কলকাতার বুকে একটু একটু করে মাথা দাঁড়াচ্ছে সেই গগনচুম্বী অট্টালিকা।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ২০২১
বাঙালীদের সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব শারদীয় দূর্গা পূজা এই উৎসব শুধু ভারত বর্ষে নয় পৃথিবীর বিভিন্ন দেশে এখন উদযাপন করা হয়।নিউইয়র্কের দূর্গা পূজা কলকাতার মতো বেশ অয়োজন করে করা হয় এখানে মহালয়া থেকে দশমী পযন্ত এই দশ দিন নানা প্রথা ও আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন করা হয়। এখানে প্রায় ১৯৭০ সাল থেকে থেকে শুরু হয়ে ছিল যা ৫০টি রাজ্যে শারদীয় দূর্গা পজো উদযাপন করা হয়।আমেরিকার ইতিহাসে এই বার প্রথম উন্মুক্ত স্থান ডাইভারসিটি প্লাজা দুর্গা পুজা , জ্যাকসন হাইটস , নিউইয়র্ক , আমেরিকায় বেঙ্গলী ক্লাব , ইউ এস এ এর আয়োজন করা হয়। সেই আয়োজন উপলক্ষে “ মিট দা প্রেস “ নামে সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয় ।এই আয়োজেন মূল বিষয় ছিল ইউনেস্কোর তালিকায় স্থান পেল বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজো। ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে দুর্গাপুজোকে। ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল,বলিভিয়ার মতো বিশ্বের মাত্র ৬ দেশের উৎসব এখনও পর্যন্ত -UNESCO র স্বীকৃতি পেয়েছে।আগামী ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর এই বছরও বেঙ্গলি ক্লাব ইউএসএ'র আয়োজনে বাঙালির সবচেয়ে বড় এ উৎসবে যুক্ত হয়েছেন বিভিন্ন ধর্মের মানুষ।বুধবার (৩১ আগস্ট) এ উপলক্ষে আয়োজিত 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে আয়োজকরা জানান, পাঁচদিনব্যাপী শারদীয় উৎসবের আয়োজন করতে যাচ্ছেন তারা। এবার দুর্গাপুজার এই আয়োজন সফল করতে সর্বাত্মক এগিয়ে এসেছেন বিভিন্ন ধর্মাম্বলী মানুষ। ১ অক্টোবর উৎসবের প্রথমদিন ষষ্ঠীতে পুজোর উদ্বোধন করবেন বিশ্ব বাঙালি ব্যক্তিত্ব, সমাজসেবক ধনকুবের ব্যবসায়ী ডা. কালী প্রদীপ চৌধুরী।পুজার অন্যান্য দিনগুলোতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মার্কিন কংগ্রেসওমেন গ্রেস মেং, নিউইয়র্ক স্টেট সিনেটর জেসিকা রেমোস, এসেম্বলিওমেন ক্যাটালিনা ক্রুজ, এসেম্বলিওমেন জেনিফার রাজকুমার, জ্যাকসন হাইটসের কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান-সহ জ্যাকসন হাইটসের ব্যবসায়ীরা। ডাইভারসিটি প্লাজা দুর্গাপুজার আহ্বায়ক দীনেশ চন্দ্র মজুমদার বলেন,
পূজোর খবর
একটি বছরের অপেক্ষার পালা শেষ হচ্ছে আর সেজে উঠছে পাড়ার আর ক্লাবের প্যান্ডেল গুলো নজর কারা আলোক সজ্বা আর মতো মাথানো থিম নিয়ে হাজির হচ্ছে সবাই। উৎসব আমার উৎসব আপনার উৎসব আমাদের সকলের দক্ষিণ পাড়া দূর্গোৎসব কমিটির এবারের শারদৎসবে তাদের এবারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় অভিনেত্রী মানসী ঘোষ ।তাই সকলকে আমন্ত্রন জানাই পূজা মন্ডপের কমিটির পক্ষ থেকে আপনারা সবান্ধবে উপস্থিত হয়ে সাফল্যমন্ডিত করে তুলুন তাদের এই আয়োজন।সৃজনে : পাপাই সাঁতরা
প্রতিমা : দীপঙ্কর পাল
আবহ : সৈকত দেব
আলোক নির্দেশনায় : কুণাল পাঠক
দেবীর আগমন ও গমন
প্রত্যেক বছর দেবী আমাদের মাঝে আসেন ভক্তদের দর্শন দিতে তবে তিনি আগমন গমনের জন্য বিভিন্ন বাহন ব্যবহার করেন প্রত্যেক বাহনের শুভ ও অশুভ ফল থাকে । দেবীর আগমন ও গমন কোন বাহনে তার উপর নির্ভর করে গোটা বছর পৃৃথিবীবাসীর কেমন যাবে। বছরের নতুন পঞ্জিকা তে মা দূর্গার আগমন ও গমনের ফল লিপিবদ্ধ থাকে। এ সম্পর্কে গ্রন্থে বলা হয়েছে প্রতি বছর সপ্তমী ও দশমী কী বার পড়ছে তার উপর নির্ভর করে দেবী কি সে আসবেন ও যাবেন।এ ছাড়া আরো বলা হয়েছে যে বছর দেবীর আগমন ও গমন একই বাহনে ঘটে সেই বছর অত্যন্ত অশুভ হিসেবে ধরা হয়।এমন টা হয়েছিল ২০১৯ সালে যার ফল পৃথিবী বাসী ভোগ করেছে ।কোন বারে আগমন ও গমন হলে কি বাহন ঃ
সপ্তমী ও দশমী তিথি সোমবার বা মঙ্গলবার হলে দেবী দুর্গার আগমন বা গমন হয় গজে।শনিবার অথবা মঙ্গলবার ঘটকে আগমন বা গমন হয়।বুধবার দেবী দুর্গার আগমন ও গমন হয় নৌকায়।আবার বৃহস্পতি বা শুক্রবার দোলায় আগমন বা গমন হয়।
কোন বাহন কীসের প্রতীক বহন করে ঃ
দোলা ঃ দোলা যার অর্থ হলো পালকী যার ফলে মরক বা মহামারীর প্রতীক হিসেবে ধরা হয়।
নৌকা ঃ নৌকার ফলে বন্যা ও অতিবৃষ্টি নৌকার আগমনের ফলে শষ্যপূর্ণ বসুন্ধরা হয়।
গজ ঃ গজ যার অর্থ হলো হাতি যা শান্তি ও সমৃদ্ধির ফল বহন করে গজের আগমন গমন উভয়ের ফলে শষ্যপূর্ণ বসুন্ধরা হয়।
ঘটক ঃ ঘটক যার অর্থ হলো ঘোড়া যার ফলে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে , যুদ্ধ এবং অশান্তিরি প্রতীক।
এই বছর ২০২২ সালে মায়ের আগমন ও গমন
দেবী দূর্গা এই বছর আসবেন গজে যা শান্তি ও সমৃদ্ধির ফল বহন করে এবং ফিরবেন নৌকায় ফলে বন্যা ও অতিবৃষ্টি এবং শষ্যপূর্ণ বসুন্ধরা হয়।
পূজো প্রস্তুতি
এবার মধ্য কলকাতার অন্যতম একটি সেরা পূজো সন্তোষ মিত্র স্কয়ারের পূজো তে এবার ব্যতিক্রম থাকছেই এই বছরের বিশেষ চমক হিসেবে থাকছে লাল কেল্ল আদলে তৈরি মন্ডপ তাই জোর কদমে চলছে মন্ডপ তৈরির প্রস্তুতি পূজো উদ্যোগক্তদের দাবি এবারও তারা সেরা স্থান হিসেবে দক্ষল করে নিবে এখন শুধু দেখার পালা আর কি কি চমক থাকছে।