সেকালের জমিদার বাড়ির দূর্গা পূজা
-শুভ জিত দত্ত
সেকালের জমিদার বাড়ির দূর্গা পূজা
-শুভ জিত দত্ত
এই বছর ২০২৩ কবে কখন অনুষ্ঠিত হতে যাচ্ছে কালীপূজো, ভাইফোঁটা,ভুত চতুর্দশী আর ধনতেরাস
চলুন জেনে নিই এই বছর উক্ত অনুষ্ঠানের সময় সূচি সমূহ উৎসব যেন শেষ হয়েও হয়না শেষ লক্ষ্মী পূজার পর ১০ই নভেম্বর ধনতেরাস বা ধনত্রয়োদশী পড়েছে এবছর। কালী পূজার আগে কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে তিথিতে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিনে কেউ যদি স্বর্ণ কিংবা এই জাতীয় কিছু ক্রয় করে তাহলে দেবীর বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হন।
আর ভূত চতুর্দশী পড়ছে এ বছর ১১ই নভেম্বর এই দিন ১৪ প্রদীপ জ্বালানো হয়ে থাকে এবং চৌদ্দ শাক খাওয়ার বিধান আছে। প্রচলিত আছে যে এই মুহূর্তে চৌদ্দ পুরুষেরা আমাদের এই লোকে ফিরে আসে এবং আমরা তাদেরকে উদ্দেশ্য করে চৌদ্দ প্রদীপ নিবেদন করি যাতে তারা স্বর্গের দ্বারে প্রবেশ করতে পারে।
২০২৩ সালে ১২ ই নভেম্বর বাংলা ২৫শে কার্তিক রবিবার দীপান্বিতা কালী পূজা বা দীপাবলি অমাবস্যার অন্ধকার দূর করতে এই দিনের বাঙালির ঘরে ঘরে আলোকসজ্জা আর নানা আয়োজনে আলোর ছটায় ভরিয়ে দেওয়া হয়।
এবছর ভাইফোঁটা অর্থাৎ ভাতৃ দ্বিতীয়া পড়ছে ১৪ই নভেম্বর মঙ্গলবার বোনেরা এই দিনে ভারতের মঙ্গল কামনায় জমির দরে কাটা বিছিয়ে দেয় এবং ভাইদের কপালে একটি বিশেষ মঙ্গল টিকা পরিয়ে দেয়।
শ্রীভূমি স্পোটিং ক্লাব
শ্রীভূমি স্পোটিং ক্লাব এবারের পূজার থিম ডিজনী এবারে মহালয়া থেকে শ্রীভূমি স্পোটিং ক্লাবের পূজায় তিল ধারণের ঠাঁই নেই উপচে পড়া ভিড়। এবছর প্রথমার আগে থেকেই শুরু হয়ে গেছে ঠাকুর দেখা।২০২৩ এবছর শ্রীভূমি স্পোটিং ক্লাবে এবছর তাই জমজমাট আয়োজন।।
বাঙ্গালীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা এই বছরও বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্কে জ্যাকসন হাইটস ডাইভারসিটি প্লাজা দুর্গাপুজা ২০২৩ উন্মুক্ত প্রাঙ্গনে দ্বিতীয় বারের মত আগামী ২০শে অক্টোবর থেকে ২৪শে অক্টোবর২০২৩ অনুষ্ঠিত হবে ।
২০শে অক্টোবর ২০২৩ পুজার উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন বাঙ্গালীর গৌরব ও বিশ্ববানিজ্য ব্যক্তিত্ব শ্রী কালী প্রদীপ চৌধুরী , প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নিউইয়র্কের মাননীয় মেয়র এরিক এ্যাডামস , সহ পৃষ্টপোষক হিসাবে থাকবেন কাউন্সিল ম্যান শ্রী শেখর কৃষ্ণান ও এসেম্বলী ম্যান স্টেফেন রাঘা । এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শ্রী দিলীপ চৌহান ,ডেপুটি কমিশনার , ট্রেড এন্ড ইনোভেশন নিউইয়র্ক সিটি মেয়র অফিস , কুইন্স ডিষ্ট্রিক্ট এ্যাটনী ম্যালিন্ডা কাটস , ক্যাটালিনা ক্রুজ , নির্বাচিত কংগ্রেস গ্রেস ম্যাং , সিনেটর জেসিকা রামোস ও জেনিফার রাজকুমার । সংগীতানুষ্ঠানে থাকবেন কোলকাতা ও বাংলাদেশের স্বনামধন্য শিল্পীবৃন্দ । এই মহা আয়োজনে আপনাদের স্বাগত ।
হারিয়ে যাচ্ছে সাবেকি আনা
একটা সময় ছিল দূর্গা পূজার সীমাবদ্ধ ছিল রাজবাড়ি ও জমিদার বাড়ির মধ্যে।দূর্গা পূজা আয়োজন করা সাধারণ মানুষের কাছে অসম্ভব ব্যাপার এটি যথেষ্ট ব্যয়বহুল ছিল। যেহেতু ধনী বনেদি পারিবারে আয়োজন করা হতো সেই কারণে এই পূজা বনেদি বাড়ির পূজা নামে পরিচিতি লাভ করে। বনেদি পরিবারের আয়োজন হওয়ার কারণে তারা যথেষ্ট ব্যয় করতো এই পাঁচ দিনের আয়োজনে এমনকি স্থানীয় প্রজাদের জন্য থাকতো খাবারের আয়োজন। তারা এই পূজা গুলোতে যথেষ্ট আচার ও নিয়ম কানুন এর মধ্য দিয়ে পালন করতো খুব নিষ্ঠার সাথে যার কারণে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমতো তাদের এই আয়োজন দেখতে আর দেবী প্রতিমা রাখার জন্য যে একটি ঘর তৈরি হয় সেটি ঠাকুর দালান নামে পরিচিত লাভ করে। লোকমুখে প্রচলিত আছে বাংলাদেশের রাজশাহীর তাহেরপুরের রাজা কংসনারায়ণের হাত ধরে দূর্গা পূজার সূচনা হয়। প্রচলিত আছে তিনি সেই সময়ে প্রায় ৯ লক্ষ টাকা ব্যয় করে এই পূজার আয়োজন করে যা তৎকালীন সময়ে সব থেকে বড় আয়োজন ছিল সময় টা ছিল ষোড়শ শতকের যতটুক লোক মুখে শোনা যায়।তার অনেক পরে যখন সকলে উপলদ্ধি করলো এটা কেন শুধু তাদের অধীনে থাকবে তখন বারো জন ব্রাহ্মণ বন্ধু মিলে ১৭৯০ সালের দিকে হুগলির জেলার গুপ্তি পাড়ায় দূর্গা পূজার জন্য চাঁদা তুলে ৪০০টাকা দিয়ে সর্বজনীনভাবে করার সিদ্ধান্ত নেয় তখন থেকেই এটা বারোয়ারী পূজা হিসাবে প্রচলিত হয়। বারোয়ারি হচ্ছে সার্বজনীন পূজা যেটি সকলে একত্রিত হয়ে সম্মিলিত ভাবে অর্থ সংগ্রহ করে এই পূজার আয়োজন করতে হয়। এইভাবে মূলত বনেদি বাড়ি ছেড়ে সর্বজনীনতা লাভ করে দূর্গা পূজা। এর ফলে দেখা যায় যে ব্যক্তিগত উদ্যোগে পুজোর সংখ্যা কমতে থাকে এর পেছনে অবশ্যই বারোয়ারী পূজার একটি বড় ভূমিকা রয়েছে। ভারতের শুধু পশ্চিমবাংলা না বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের বর্তমানে বারোয়ারী বা সার্বজনীনভাবে দূর্গাপূজার আয়োজন করা হয়ে থাকে। বলে রাখা ভালো বারোয়ারি পূজার জনপ্রিয়তা পাওয়ার আরেকটি মূল কারণ হচ্ছে বনেদি বাড়ির পূজাগুলোতে তাদের পরিবার ও আত্মীয়-স্বজনের বাইরে কারো প্রবেশ বা অংশগ্রহণে তেমন সুযোগ থাকত না। সাধারণ মানুষের জন্য শুধু দুপুরের পুজোর ভোগের প্রসাদ বিতরণ করা হতো এবং দূর থেকে প্রতিমা দেখার সুযোগ হতো। মূলত এ সকল কারণে বনেদি বাড়ি ছেড়ে বারোয়ারি পূজো বেশ জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। মূলত চাহিদা ও জনপ্রিয়তার কারণে বারোয়ারি পূজার গুরুত্ব বাড়তে থাকে প্রতিনিয়ত। কলকাতায় ১৮৬০ সালে একটি পূজা কমিটির উদ্যোগে বারোয়ারি পূজা বেশ জনপ্রিয়তা লাভ করে তখন থেকে আস্তে আস্তে ছড়িয়ে যায় এবং বিভিন্ন পূজা কমিটি গঠিত হতে থাকে। বারোয়ারি পূজাতে যথেষ্ট খরচের একটি বিষয় থাকে যেহেতু সকলে মিলে আয়োজন করে আর এই কারণে বেশ অর্থ যোগাতে হয় আর এই কারণে মূলত চাঁদার জন্য মানুষদের অনেক হয়রানির সম্মুখীন হতে হয়। তারপর শুরু হল বিভিন্ন কমিটির মধ্যে অসম প্রতিযোগিতা বাড়তে থাকে চাঁদের পরিমাণ হারিয়ে যেতে থাকে দূর্গা পূজার পুরোনো জৌলুস বিভিন্ন থিমে। পরিবর্তন হয় দেবী প্রতিমার অবয়ব এমনকি দূর্গা পূজার প্যান্ডেলে আসে বড় ধরনের পরিবর্তন। ঢাকা পড়ে যায় সাবেকি আনা হারিয়ে যায় মায়ের পরিচিত মুখ।আগে যেখানে প্রাধান্য দেয়া হতো ভক্তিমূলক গান এবং নানা আচার আনুষ্ঠানিকতার দিকগুলো এখন প্রাধান্য দেয়া হয় হিন্দি গান । ভক্তি জায়গাটাও অনেকটা নড়বড়ে হয়ে গেছে, রাত জেগে শুধু থিম পূজা দেখা আর খাওয়া-দাওয়ার এখানেই উৎসব এর পূর্ণাঙ্গতা। ঢাকা পড়েছে মায়ের মৃণ্ময়ী রূপের প্রতিমা গড়নে মায়ের আসল রূপ খুঁজে পাওয়া যায় না মায়ের প্রতিমা তৈরিতে ব্যবহৃত হয় না সাবেকি উপাদান সমূহ বর্তমানে যা তা ব্যবহার করে মায়ের প্রতিমা নির্মাণ করা হয় এই নিয়ে অনেকে প্রতিবাদও করেছেন প্রতিমা নিয়ে এযেন ছেলে খেলা। দূর্গাপূজায় আধুনিকতার ছোঁয়া লাগলেও কোথাও যেন ভাঁটা পড়েছে সাবেকি প্রতিমা চিরচেনা মায়ের মুখ ঢুকেছে অসম প্রতিযোগিতা। বিজ্ঞাপন আর বাণিজ্যিক করণ স্পনসরশিপ এর ভীরে কোথাও যেন হারিয়ে গেছে শিউলি ফুলের গন্ধ আর কাশফুলের মাঝে দোলা দিয়ে নীল আকাশে সাদা মেঘের আহ্বান।।
লেখনী: শুভ জিত দত্ত
মহেশপুর , ঝিনাইদহ,বাংলাদেশ